এক লহমায় যেন টাইম মেশিনে চড়ে ৫ দশক পিছিয়ে গেল সময়৷ ২০২৩ নয়, সময়টা ১৯৭৩। সুপারহিট 'লোফার' ছবিতে আশা ভোঁসলের কণ্ঠে 'কই শেহরি বাবু'-র ছন্দে নাচছেন মুমতাজ। কে বলবে তিনি এখন ৭৬ বছরের বৃদ্ধা! ঠিক যেন ছাব্বিশের ঝলমলে যুবতী। মুমতাজের সঙ্গে কোমর দোলাচ্ছেন নবতিপর কিংবদন্তি আশা! তিনিও যেন ফিরে গিয়েছে ৫০ বছর আগের দিনগুলিতে। সেই উজ্জ্বল সাতের দশক। গান, সুর, ছন্দে বিহ্বল ঝলমলে সময়কাল।
মুমতাজের একটি ফ্যান পেজ পোস্ট করেছে অসাধারণ ভিডিওটি৷ লোফার সিনেমা মুক্তির এবারই ৫০ বছর হল। সেই লগ্নে এমন ভিডি দেখে নস্টালজিয়ার আঁচে পুড়ছেন অনুরাগীরা।
এ ভীমসিংয়ের পরিচালনায় ১৯৭৩ সালে রিলিজ করেছিল লোফার। অভিনয়ে মুমতাজের সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র। মিউজিক করেছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল।