সাড়ে তিন মাসের প্রতীক্ষার অবসান। ঘোষণা করা হল বিগ বস সিজন ১৭-এর জয়ীর নাম। জন্মদিনেই সেরা উপহারটা পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি।
বিগ বস বিজেতা হিসেবে মুনাওয়ার জিতলেন ৫০ লক্ষ টাকা, সঙ্গে একটি গাড়ি। বিগ বসের চলতি সিজনের প্রথম তিনে মুনাওয়ার, অভিষেক কুমার, এবং মানারা চোপড়া। দ্বিতীয় স্থান পেলেন অভিষেক।
সিজনজুড়েই নানা সময়ে নানা বিতর্ক তাড়া করেছে মুনাওয়ারকে। তবু শেষ হাসি হাসলেন তিনিই। বিগ বসের আগে কঙ্গনা রানাউত সঞ্চালিত শো লক আপেও মুনাওয়ার জয়ী হয়েছিলেন।