শ্রীলঙ্কার ক্রিকেটার, অন্যতম সেরা স্পিনার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক আসছে বড়পর্দায় । বেশ কয়েকদিন ধরেই তাঁর বায়োপিক নিয়ে চর্চা চলছিল নেটমহলে । অবশেষে সামনে এল সিনেমার প্রথম লুক । মুরলীধরনের বায়োপিক '৮০০'-তে উঠে আসবে মুরলীধরনের জীবনের নানা অজানা কাহিনি । কিন্তু, মুরলীধরনের চরিত্রে অভিনয় করছেন কে ?
মুরলীধরণের চরিত্রে অভিনয় করবেন স্ল্যামডগ মিলিয়নেয়র(Slumdog Millionaire) ছবির অন্যতম তারকা মধুর মিত্তাল(Madhur Mittal)। ইনস্টাগ্রামে সিনেমার মোশন পোস্টার শেয়ার করেছেন মধুর । এর আগে মুরালিধরনের চরিত্রে অভিনয় করার কথা ছিল বিজয় সেতুপতির । টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মুরলীধরণ । তাই সিনেমার নাম রাখা হয়েছে '৮০০' । সিনেমা প্রথম লুক শেয়ার করে মধুর লেখেন, মুরালিধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ ।
ছবিটি পরিচালনা করেছেন তামিল পরিচালক এম এস শ্রীপতি(M S Shripathy)। মুথাইয়া মূরলীধরণের ব্যক্তিগত জীবন থেকে তাঁর ক্রিকেটের মাঠে উত্থান,এবং একের পর এক সমস্ত বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়ার সমস্ত গল্প, এছাড়া কিছু অজানা গল্পও উঠে আসবে এই বায়োপিকে। তামিল,তেলুগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বলে খবর ।