৫১ বছর বয়সেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফিটনেস তাক লাগিয়ে দেওয়ার মতো। খেলা ছাড়ার পর এত বছর কেটে গিয়েছে, বয়সও বেড়েছে বেশ খানিকটা, কিন্তু দাদাকে দেখে কে বলবে সে কথা! মুখে বলিরেখারও বলাই নেই। পঞ্চাশ পেরিয়েও এমন ফিট থাকার রহস্য কী, দাদাগিরির মঞ্চে নিজেই জানালেন সৌরভ।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপসা সৌরভের কাছে তাঁর ফিট থাকার ট্রিক জানতে চান। সৌরভ জানান, তিনদিন অন্তর তিনি আয়নার সামনে দাঁড়ান। পেট যদি ভিতরে থাকে, তাই মন ভালো থাকে৷ আর পেট একটু বাইরে এলেই শুরু হয় কড়া নিয়ন্ত্রণ।
সৌরভ খেতে ভালেবাসেন৷ কিন্তু চিনি নৈব নৈব চ। এমনকি পিঠে পুলিও সুগার ফ্রি দিয়ে বানিয়ে দিতে বলেন৷ প্রতিদিন ১ ঘণ্টা থেকে ৭৫ মিনিট নিয়ম করে শরীরচর্চা করেন৷ তাতেই এখনও রীতিমতো তরতাজা মহারাজ।