পরিবারের ৫ ভাইয়ের আইডল দাদু। তিনি চিরকুমার৷ তাঁর আদর্শে অনুপ্রানিত নাতিরা। তাদের জীবনের লক্ষ্য মেয়েদের থেকে দূরে থাকা। অবশ্য তার নেপথ্যে বেশ কিছু কারণও আছে৷ কিন্তু শেষ পর্যন্ত কী হবে? জানতে হলে দেখতেই হবে সান বাংলার নতুন সিরিয়াল বিয়ের ফুল।
দুই প্রধান চরিত্র আর্য্য কুমার এবং ইচ্ছে। এই দুই চরিত্রে দেখা যাবে সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং একতা গঙ্গোপাধ্যায়কে। অন্য দিকে রয়েছে আরও একজোড়া চরিত্র- স্বর্ণ কুমার এবং কলি। ওই দুই চরিত্রে অভিনয় করছেন রাজা গোস্বামী এবং নবনীতা দাস।
রাজা আর নবনীতা এর আগে জুটি বেঁধেছেন 'ছদ্মবেশী' সিরিয়ালে। সৌভিককে দর্শরা দেখেছেন লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে। আর সম্প্রতি শেষ হয়েছে একতা অভিনীত সিরিয়াল ‘গৌরীদান’।
২০১০ সালে রাজার প্রথম সিরিয়াল ভালোবাসা ডট কমের শ্যুট হয়েছিল যে স্টুডিওতে, বিয়ের ফুলও শ্যুটিংও হয়েছে সেখানেই। তাই খানিকটা নস্টালজিক অভিনেতা।