জীতু কমল-নবনীতা দাসের বিচ্ছেদ নিয়ে জল্পনা বাড়ছে টলিপাড়ায়, নানা কথা শোনা যাচ্ছে নেট পাড়ায়, এবার সেই প্রসঙ্গেই ফেসবুক লাইভে এসে খোলসা করলেন নবনীতা। লাইভে এল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও।
জীতু-নবনীতার বিচ্ছেদে তৃতীয় ব্যক্তিকে দায়ি করেছে অনেকেই, উঠে এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। জীতু কমল শ্রাবন্তী একসঙ্গে জুটি বেঁধেছেন 'আমি আমার মতো' ছবিতে। লন্ডনে ছবির শুটিং-এ সে সময় জীতু-শ্রাবন্তীর সঙ্গে নবনীতাও ছিলেন। কী অভিজ্ঞতা তাঁর।
ভক্তদের প্রতিক্রিয়ায় রীতিমতো বিরক্ত নবনীতা। জানালেন, তৃতীয় কারোর জন্য তাঁদের সম্পর্ক ভাঙছে না, ডিভোর্সের সিদ্ধান্ত পারস্পরিক, লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়াও করেছেন নবনীতা।
লাইভে নবনীতা জানিয়েছেন, এই মুহূর্তে সেপারেশনে আছেন, ডিভোর্সের প্রক্রিয়া শুরু হবে।