দুর্গাপুজো (Durga Puja) আসছে । কিন্তু, মন খারাপ অভিনেত্রী নবনীতা দাসের (Nabanita Das) । আসলে এবছরের পুজোটা যে অন্য বছরগুলোর তুলনায় একেবারেই আলাদা । এবছর যে সঙ্গে জীতু নেই । দু'জনেই দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন । বিবাহবিচ্ছেদও হবে শীঘ্রই । তাই এবছরের দুর্গাপুজোয় আর একসঙ্গে অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে না, হাত ধরে পুজোয় ঘোরা হবে না, সিঁদুরখেলাও হবে না । তাই, এবার পুজোয় কলকাতা থেকে দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন অভিনেত্রী ।
আনন্দবাজারকে নবনীতা দাস জানিয়েছেন, প্রতি বছর সিঁদুর খেলতেন । একসঙ্গে অঞ্জলি দিতেন । এ বছর আর সে সব হবে না । এছাড়া, পুজোর সময় আগে বন্ধু-বান্ধবদের বাড়ি যেতেন, এবারও সেটা হবে না । কারণ, বেশিরভাগ বন্ধু জীতু ও তাঁর দু'জনেরই বন্ধু । তাই একটা অস্বস্তি কাজ করবে । সেকারণেই এবার পুজোর সময় আরও একবার লন্ডনে যাওয়ার প্ল্যান করেছিলেন নবনীতা । কিন্তু, বেশি ছুটি পাবেন না । তাই, দেশেই কোথাও একটা ঘুরে আসার পরিকল্পনা রয়েছে তাঁর ।
আরও পড়ুন, Jigra Teaser: করণের 'সাহসী মেয়ে' আলিয়া, আসছে জিগরা
বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে জীতু-নবনীতা । তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই দু'জনকে নিয়ে নানারকম চর্চা চলছে । নবনীতা তাঁর মতামত স্পষ্ট করলেও, বিচ্ছেদ প্রসঙ্গে সেভাবে মুখ খুলতে চাননি জীতু । তবে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেতা ।
এদিকে, বর্তমানে 'বিয়ের ফুল' ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নবনীতা । আর জীতু ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে । খুব শীঘ্রই তাঁকে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে বড় পর্দায় ।