একটা সময়ে লুক সেট হওয়ার পরেও একের পর এক ধারাবাহিক থেকে বাদ পড়েছেন। অবশেষে দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরছেন নবনীতা দাস। জুটি বাঁধছেন রাজা গোস্বামীর সঙ্গে।
'দীপ জ্বেলে যাই' ধারাবাহিকের সুবাদে টেলিদর্শকদের অন্দরমহলে বেজায় জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন নবনীতা দাস। তারপর থেকে 'অর্ধাঙ্গিনী', 'মা তারা', 'মা তারা', 'মহাপীঠ তারাপীঠ'-এর মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর অবশেষে কামব্যাক!
রাজা-নবনীতার নতুন ধারাবাহিকের নাম বিয়ের ফুল। কমেডি ঘরানার ধারাবাহিক। মে মাসের মাঝামাঝি থেকেই ধারাবাহিকের শুটিং শুরু।