মহম্মদ ইকবাল পরিচালিত সিনেমা কিল হিম বেশ প্রশংসিত হয়েছিল । সম্প্রতি, সিনেমার সিক্যুয়েলের ঘোষণাও করেছেন তিনি । 'কিল হিম ২' নিয়ে এবার আরও বড় ঘোষণা করলেন তিনি । ইকবাল জানিয়েছেন, অনন্ত-বর্ষার সঙ্গে সিক্যুয়েলে অভিনয় করবেন বলিউড অভিনেতা নানা পাটেকর ।
ইকবাল জানিয়েছেন, সিরিজের প্রথম ছবি যেহেতু হিট হয়েছে, তাই এবার আমরা আরও বড় কিছু প্ল্যান করেছি । ইতিমধ্যেই, নানা পাটেকরের সঙ্গে তাঁদের কথা হয়েছে । গল্প তাঁর পছন্দ হয়েছে । মৌখিকভাবে তিনি সম্মতিও দিয়েছেন । যোগাযোগের পর, স্ক্রিপ্ট চেয়েছেন নানা পাটেকর । সব ঠিক থাকলে, খুব শীঘ্রই চুক্তি হবে তাঁর সঙ্গে । সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়ে আশাবাদী মহম্মদ ইকবাল ।
পরিচালক ইকবাল জানান, পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হয়েছিল । চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে । এরপর অনন্ত ও বর্ষার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করবেন । তিনি আরও জানিয়েছেন, সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘কিল হিম ২’। কিল হিম-এর মতোই এর সিক্যুয়েলও দর্শকদের পছন্দ হবে বলে আশা করছেন ইকবাল ।