চলছে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব। রোজই সামনে আসছে একাধিক তারকার লুক, আর তাতেই আপত্তি অভিনেত্রী পরিচালক নন্দিতা দাসের। মানুষ ভুলতে বসেছে, এটি আসলে চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়, খোলাখুলিই সেই বিষয়টি নিয়ে একটি পোস্টও করেছেন নন্দিতা।
বিগত কয়েক বছরে তিনি একাধিকবার কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে গিয়েছেন, সেই সব ছবি, অভিজ্ঞতাই সকলের সংগে ভাগ করে নিলেন নন্দিতা, জানালেন, তিনি অধিকাংশ ক্ষেত্রে নিজে শাড়ি পরেই যেতেন কান-এ, সেটাই তাঁর কাছে সবচেয়ে পছন্দের পোশাক।
কয়েক বছর আগে মান্টোর স্ক্রিনিং-এর অনবদ্য অভিজ্ঞতাও শেয়ার করেছেন নন্দিতা।