The Kashmir Files : 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর, রেটিং কমালো আইএমডিবি

Updated : Mar 15, 2022 21:21
|
Editorji News Desk

'দ্য কাশ্মীর ফাইলস' । মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে হিট । সিনেমার প্রশংসা করেছেন দর্শকরা । কিন্তু, সিনেমা নিয়ে বিতর্কও কম নয় । উত্তপ্ত রাজনীতি । বিরোধীরা এই সিনেমার বিরুদ্ধে সরব হয়েছে । এসবের মধ্যে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সিনেমা দেখার পর মোদীর প্রতিক্রিয়া 'সত্যকে অনেকদিন চেপে রাখার চেষ্টা হয়েছিল । তা প্রকাশ্যে আসাটা দরকার ।' এদিকে, মোদীর এই প্রশংসার দিনই সিনেমার রেটিং কমিয়ে দিল আইএমডিবি ।

ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ছবিটি ভাল, সকলের দেখা উচিত ।" মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকেও একই কথা বলেন তিনি । প্রধানমন্ত্রী আরও বলেন, ছবিতে কাশ্মীরে সত্যটা দেখানো হয়েছে । এতদিন, সেটাকে ঢেকে রাখার চেষ্টা করেছিল অনেকে । যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করছে ।

অন্যদিকে, প্রথমে আইএমডিবি-র রেটিং ছিল ৯.৯ । পরে তা কমিয়ে ৮.৩ করে দেওয়া হয় । পরিচালক বিবেক অগ্নিহোত্রী একে সম্পূর্ণ 'অস্বাভাবিক ও অনৈতিক' বলে অভিযোগ করেছেন ।

বলতে গেলে, কাশ্মীর ফাইলস যেমন প্রশংসিত হয়েছে, তেমনই একের পর এক বিতর্কের মুখে পড়েছে । সম্প্রতি, কাশ্মীর ফাইলস নিয়ে পরেশ রাওয়ালের একটি টুইট ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে । পরেশ লিখেছিলেন, ‘যদি ভারতীয় হন, তা হলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি অবশ্যই দেখা উচিত।’এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন এক মহিলা । পাল্টা তিনি লেখেন, ‘আমি একজন ভারতীয় । কাশ্মীরি পণ্ডিতও বটে । তাও ‘দ্য কাশ্মীর ফাইলস’ছবিটি দেখব না । ঘৃণা ছড়ানোর জন্য আমাদের কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাসকে ব্যবহার করা বন্ধ করুন ।’

মূলত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে করমুক্ত করা হয়েছে এই সিনেমা । মোদী সংসদীয় দলের বৈঠকে প্রত্যেককে এই সিনেমা দেখার জন্য অনুরোধ করেছেন । উল্লেখ্য, নরেন্দ্র মোদীর এই বার্তার পরই রীতিমতো বাস ভাড়া করে ৬২ জন বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে দ্য কাশ্মীর ফাইলস দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

নব্বই দশকে শুরুর দিকে জম্মু-কাশ্মীরে কাশ্মীরী পণ্ডিতদের যেভাবে নিজেদের ভিটা মাটি থেকে উৎখাত করা হয়েছিল, সেই সব দৃশ্য সিনেমায় ফুটিয়ে তুলেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ।

Narendra ModiThe Kashmir filesIMDb

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন