বুধবার সাত সকালেই দুঃসংবাদ। আত্মহত্যা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড আর্ট ডিরেক্টর নিতীন দেশাই। ভোরবেলা মুম্বইয়ের এনডি স্টুডিওতে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন শিল্পী। অনেকেই বলছে সম্প্রতি আর্থিক সংকটের জেরে মানসিক চাপ বাড়ছিল নিতীনের, তার জেরেই নাকি আত্মহত্যা করেন তিনি। প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
‘লগান’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’-এর মতো বহু সিনেমার সেট ডিজাইন করেছেন তিনি। ঝুলিতে রয়েছে চার-চারটি জাতীয় পুরস্কার। ‘১৯৪২: আ লাভ স্টোরি’ হিট হওয়ার পর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি নিতীনকে।
নিজেরই খোলা এনডি স্টুডিয়োয় মিলল তাঁর নিথর দেহ।