চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় গুরুতর অসুস্থ। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি ভর্তি ছিলেন সরকারি হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বুধবার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মারাত্মক ঠান্ডা লেগেছে প্রবীণ চলচ্চিত্র পরিচালকের।রয়েছে তীব্র শ্বাসকষ্টের সমস্যা। কিডনির অসুখেও দীর্ঘদিন ভুগছেন তিনি। ক্রিয়েটেনাইন মাত্রাও বাড়ছে হুহু করে। ডায়ালিসিস শুরু হয়েছে পরিচালকের।
নিঃসন্তান প্রভাতবাবু স্ত্রীয়ের মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন। পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্য তাঁর কন্যাসমা। তিনিই দেখাশোনা করেন। একতাই জানিয়েছেন প্রভাতবাবুর শারীরিক অবস্থার খবর।