আলোর উৎসবেই নক্ষত্র পতন টলিউডে। মারা গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
জানা গিয়েছে, কয়েক মাস বাড়িতেই চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে ভর্তি করা পরিচালক পিনাকীকে। কার্ডিয়ো রেস্পিরেটরি ফেইলিওর হয় তাঁর। সেই সঙ্গেই শরীরে বাসা বাঁধে লিমফোমা। ফলে একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। রবিবার হাসপাতাল থেকে বাড়ি আনা হয় পরিচালককে। রাতে লেক গার্ডেন্সের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিনাকী।
আরও পড়ুন- Nusrat Yash Diwali: প্রান্তিক শিশুদের সঙ্গে যশ-নুসরতের দীপাবলি উদযাপন
২০০৭ সালে ‘বালিগঞ্জ কোর্ট’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান এই পরিচালক। ২০১০ সালে 'আরোহণ' সিনেমার জন্য পুরস্কার পান এই পরিচালক। তবে এটিই তাঁর শেষ পুরস্কার।