কিছুতেই যেন বিপদ কাটছে না সলমন খানের। দিন কয়েক আগেই মুম্বইতে সলমন খানের বাসভবনের বাইরে দুই ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ফের ভাইজানের উপর হামলার ছক। এবার তাঁর গাড়িকে টার্গেট করার অভিযোগ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে নবি মুম্বাই পুলিশ। ধৃতদের নাম ধনাঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ওয়াসপি খান ওরফে ওয়াসিম চিকনা এবং রিজওয়ান খান ওরফে জাভেদ খান।
Loksabha Election 2024 : পাঁচ বছরের মধ্যেই অতীত বসিরহাট, ফের সাধারণ ভোটার নুসরত
লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রারা সহ আরও ১৭ জনের বিরুদ্ধে মামলায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁরা পনভেলে সলমন খানের গাড়ির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। পরিকল্পনা ছিল পাকিস্তান থেকে অস্ত্র কেনার।