‘হাড্ডি’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র লুক নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নওয়াজের লুক এখন ভাইরাল। সেই সঙ্গেই উঠে আসছে আরেকটা নাম। অনেকেই বলেন, নওয়াজ-এর নতুন লুক-এর সঙ্গে অদ্ভুত মিল অভিনেত্রী অর্চনা পুরন সিংয়ের (Archana Singh Puran) ।
নওয়াজউদ্দিন-এর লম্বা চুল এবং কড়া মেকআপ-সহ ধূসর গাউন পরা লুকের আলোচনা লোকের মুখে মুখে। তবে লুক দেখে অনেকেই বলছেন এ তো অর্চনা পুরন সিংয়ের নকল। বিশেষ করে, চুলের কায়দা তো পুরোপুরি নকলই নাকি।
অর্চনা নিজেও জানিয়েছেন, কপিল শর্মার শোয়র গোড়ার দিকে তিনি এ ভাবেই বসতেন, তাকাতেন, তাই তুলনা আসতেই পারে, তবে মানুষটা যেহেতু নওয়াজউদ্দিন, তাই তুলনা তিনি উপভোগই করছেন, জানিয়েছেন কপিল শর্মা শো খ্যাত অর্চনা।