১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘পিপ্পা’ ছবিতে কবি কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানের সুর বিকৃত করার অভিযোগ উঠেছে বিশিষ্ট সঙ্গীতকার এ আর রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নজরুলের জন্মভিটে চুরুলিয়ার বাসিন্দারা৷ রহমানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন কবির পরিবারের সদস্যরা।
নজরুলের ভ্রাতুষ্পুত্র তথা চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা কাজি রেজাউল করিম জানিয়েছেন, প্রায় ১০০ বছর লেখা যে গান শুনলে স্বাধীনতা সংগ্রামের দিনগুলি চোখের সামনে তরতাজা হয়ে ওঠে, সেই গানের সুরটাই বদলে দিয়েছেন এ আর রহমান! এই ঘটনা দুঃখজনক।
নজরুল অ্যাকাডেমির সদস্য ও নজরুলের নাতনি সোনালি কাজি জানিয়েছেন, অতীতে যখন মহম্মদ রফি ও অনুপ জালোটা কাজি নজরুল ইসলামের গান গেয়েছিলেন, তখন মূল সুর পরিবর্তন হয়নি। তাই কোনও বিতর্ক হয়নি। বহু দিন আগের একটা গান কোন অধিকারে রহমান বদলে দিতে পারেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রতিবাদ হয়েছে বাংলাদেশেও৷ ওপার বাংলার জাতীয় কবি নজরুল। বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিলের অভিযোগ, রহমানের দায়িত্বজ্ঞানহীন কাজে কবির অসম্মান হয়েছে।
সাহিত্যিক তসলিমা নাসরিনের মতে, দোষ একা রহমানের নয়, প্রযোজক ও পরিচালক সহ গোটা টিমের। প্রায় একই সুর অনুপম রায়ের গলাতেও।