ফের কাঠগড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) । এবার মাদক সংক্রান্ত নতুন মামলায় নাম জড়াল তাঁর । প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে স্পেশ্যাল এনডিপিএস আদালতে চার্জশিট পেশ করা হয়েছে । সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি (NCB)-র অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনতেন রিয়া। আর তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে। রিয়া (Charges Against Rhea-সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে খবর । তার মধ্যে রিয়ার ভাই শৌভিকেরও নাম রয়েছে ।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেক বার গাঁজা সরবরাহ করেছেন রিয়া । গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর
১০ বছরের বেশি জেল হতে পারে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, Khaled Hosseini: লিঙ্গ বদলে সন্তান এখন ছেলে থেকে মেয়ে, প্রকাশ্যে আনলেন গর্বিত বাবা খালেদ হোসেইনি
২০২০-র ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক যোগের তদন্তে নামে এনসিবি। মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া ও তাঁর ভাইকে । পরে তাঁরা জামিনে ছাড়া পান । জামিন পাওয়ার কিছুদিন পর থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন রিয়া। আবার কাজ শুরু করার কথা ভাবছিলেন। শোনা গিয়েছিল, বাংলা ছবিতে অভিনয় করতে পারেন তিনি। কিন্তু, তার মধ্যেই ফের নতুন করে মাদক মামলায় জড়ালেন অভিনেত্রী ।