পুরনো দিনের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বললে কোন সিনেমাটা আগে মাথার আসে ? অবশ্যই অমর সঙ্গী । ৩৮ টা বছর কেটে গেলেও এই সিনেমার প্রাসঙ্গিকতা এতটুকু হারায়নি । বরং আজও মানুষের কাছে তা এভারগ্রিন । প্রসেনজিৎ ও বিজয়েতা পন্ডিতের জুটি ঝড় তুলে দিয়েছিল সেইসময় । আর এই সিনেমার গানগুলি তো আইকনিক । অমরসঙ্গী-র টাইটেল ট্র্যাক থেকে চিরদিনই তুমি যে আমার... আজও গানগুলি বেজে উঠলে গুনগুন করে ওঠে মন । সেই আইকনিক সিনেমা অমরসঙ্গী ফিরছে । তবে, এবার আর সিনেমা নয়, ছোটপর্দায় অমরসঙ্গী নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তৈরি হচ্ছে ধারাবাহিক । এবারও কি দেখা যাবে সেই পুরনো অমরসঙ্গী জুটি-কেই ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক
দিন কয়েক আগেই টেলিপাড়ায় খবর ছড়িয়েছিল নীল ও শ্যামৌপ্তি জুটি বাঁধতে চলেছেন জি বাংলার একটি ধারাবাহিকে । একটি ভিডিও প্রকাশ্যে এনে সেই খবরেই সিলমোহর দিল জি বাংলা । একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে । যেখানে দেখা গেল, ব্যাকগ্রাউন্ডে একটুকরো কলকাতার ছবি । রঙে লেখা অমর সঙ্গী । ব্যাকগ্রাউন্ডে বাজছে সিনেমার সেই আইকনিক মিউজিক । এক নিখাদ প্রেমের নতুন গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক । ইতিমধ্যেই এই ধারাবাহিককে কেন্দ্র করে উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ।
ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । সেইসঙ্গে তাঁদের নতুন কাজকে ভালবাসা উজাড় করে দিতে বলেছেন বুম্বাদা । উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশনের ধারাবাহিক এটি । বাংলা মিডিয়াম-এর পর আবারও ছোটপর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য। বিপরীতে শ্যামৌপ্তি । তাঁকে দেখা গিয়েছিল, গুড্ডি ধারাবাহিকে । এই প্রথম তাঁরা জুটি বাঁধছেন । নীল জানিয়েছেন, প্রোজেক্টটা নিয়ে তিনি দারুণ উত্তেজিত । যেমন আইকনিক নাম, তেমনই একটা গল্প । এর থেকে বেশি কিছু বলতে চাননি অভিনেতা । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং । জানা গিয়েছে, অগস্ট মাসে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, তবে, তারিখ এখনও প্রকাশ্যে আসেনি ।