ছোটপর্দায় দাপিয়ে কাজ করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya), একাধিক ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ষ্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে। এবার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের 'গুডবাই ভেনিস' ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা। নীল ছাড়াও ছবিতে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, দিব্যাসা দাসের মতো তারকাদের। গল্প এগোবে ৫ বন্ধুকে নিয়ে।
ইতালির ভেনিসের শুটিং হওয়ার কথা এই ছবির। নায়কের কথায়, এই নতুন কাজ নিয়ে তিনি বেশ উত্তেজিত। যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁরাও সবাই তাঁর বন্ধুর মতো।উল্লেখ্য, ৮ জুন ছিল 'বাংলা মিডিয়াম' সিরিয়ালের নায়ক নীলের জন্মদিন। ঘুম থেকে উঠে নায়ক দেখলেন, তাঁর বাড়ির সামনের ব্যস্ততম রাস্তায় তাঁর ছবি দেওয়া বড় হোর্ডিং। যার মূল হোতা, নীলের স্ত্রী অভিনেত্রী তৃণা সাহা।