বাঙালির বিনোদনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে রকমারি সব ধারাবাহিক। সন্ধ্যে হলেই চা মুড়ির সঙ্গে পরিবারের সকলে মিলে বসে পড়া হয় টেলিভিশনের সামনে। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'৷
ধারাবাহিকের নায়িকা পর্ণা স্বপ্ন দেখেছিল তাঁর বিয়ে হবে একান্নবর্তী পরিবারে৷ নিউক্লিয়ার পরিবারে হাঁফিয়ে ওঠে সে৷ একেবারে দেখে শুনে উত্তর কলকাতার দত্তবাড়ির ছেলে সৃজনের সঙ্গেই বিয়ে ঠিক হয় পর্ণার৷ তাদের বিয়ে দেখতে কার্যত হাপিত্যেশ করে বসে রয়েছেন দর্শকরা। জি বাংলা দিল সুখবর, অফিশিয়াল পেজ থেকে জানানো হয় সোমবারের পর্বে ৮ টায় দেখানো হবে পর্ণা সৃজনের গায়ে হলুদ। পাশাপাশি গায়ে হলুদের একগুচ্ছ ছবিও দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছে তারা।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ দিন পর পর্দায় ফিরেছেন 'কে আপন কে পর' ধারাবাহিকের জবা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা৷ তার বিপরীতে রুবেল দাস। ইতিমধ্যে TRP তালিকাতেও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই নতুন ধারাবাহিক।