এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় একটি ওটিটি মাধ্যম হল 'নেটফ্লিক্স' (Netflix)। বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই 'OTT' এর পোকা, কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে নেটফ্লিক্সের দর্শকের তুলনায় আয় অনেক কম। বুঝতে অসুবিধা হয় না, একই পাসওয়ার্ড বহু জন শেয়ার করে APP ব্যবহার করার জন্যই দর্শক আর আয়ের মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়নি। তাই নতুন বছর থেকে কড়া নিয়ম নেটফ্লিক্সের৷
Isha saha-Indraneil sengupta: প্রেমে পড়েছেন ফেলুদা? ছবির প্রিমিয়ারে কিন্তু বসন্তের গন্ধ
জানিয়ে দেওয়া হয়েছে , একটি পাসওয়ার্ড শেয়ার করে বন্ধুবান্ধব মিলে দেখা যাবে না নেটফ্লিক্স৷ পাসওয়ার্ড হবে একান্ত ব্যক্তিগত। অর্থাৎ যিনি সাবস্ক্রাইব করবেন কেবল তিনিই দেখতে পাবেন নেটফ্লিক্স৷ আবার কেউ যদি পাসওয়ার্ড শেয়ারও করেন সেক্ষেত্রেও তাকে টাকা দিয়েই দেখতে হবে।