জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। একজনের কাছে সাবস্ক্রিপশন থাকলে তাঁর পাসওয়ার্ড নিয়েই আরও অন্তত চারজন দেখতে পাবেন নেটফ্লিক্সের সমস্ত শো। এমনটাই ছিল এতদিনের রেওয়াজ। সম্প্রতি, বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার পর এতদিনের সেই অভ্যাসে এবার চিড় ধরতে চলেছে। ২০২৩ সালের মধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে নয়া ফিচার আনবে জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং সংস্থাটি। একই অ্যাকাউন্টের মধ্যে গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
গ্রাহক ধরে রাখতে সম্প্রতি আরও সস্তায় বেসিক প্ল্যান নিয়ে এসেছে Netflix। এই প্ল্যানে ভিডিয়োর মধ্যে বিজ্ঞাপন দেখাবে মার্কিন স্ট্রিমিং সংস্থাটি।
বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়ার পর গ্রাহকসংখ্যা আগের চেয়ে খানিকটা বেড়েছে নেটফ্লিক্সের। দেশ অনুযায়ী এই ব্যবস্থা চালু করবে এই ভিডিয়ো স্ট্রিমিং সংস্থাটি। আমেরিকা এবং কানাডা থেকে প্রায় ১ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে নেটফ্লিক্স। এই অনলাইন ওটিটি সংস্থাটি প্রথম থেকেই জনপ্রিয়। তবে গ্রাহকসংখ্যা কমতেই নড়েচড়ে বসে তারা। খতিয়ে দেখার পর জানা যায়, এক জন গ্রাহক অন্যদের সঙ্গে পাসওয়ার্ড ভাগ করে নেওয়াই গ্রাহকসংখ্যা কমে যাওয়ার মূল কারণ।