শেক্সপিয়র বলেছিলেন, "হোয়াটস ইন আ নেম, নামে কী বা আসে যায়?'' কিন্তু আসে যায়, সময় বিশেষে খুবই আসে যায়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। না, গত কয়েকদিন আলোচনার তুঙ্গে থাকা অর্পিতা নন, ইনি গায়িকা অর্পিতা। দুইজনেই অর্পিতা মুখোপাধ্যায়, দুজনেই সমনামী। তার জেরেই জীবন ওষ্ঠাগত আরেক বঙ্গ তনয়া অর্পিতার।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকেই শিরোনামে থাকা অর্পিতা ভেবে নানা মন্তব্য করেছেন নেট দুনিয়ার অনেকেই। এমন কী কয়েকটি সংবাদমাধ্যমকে উল্লখ করেও সোশ্যাল মিডিয়ায় একই অভিযোগ করলেন সঙ্গীত শিল্পী অর্পিতা। বিষয়টি নিয়ে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপেরও হুমকি দিলেন ওই প্রবাসী বাঙালি।
জি টিভি সারেগামা এবং সোনি টিভির ফেমগুরুকুলের প্রতিযোগী হিসেবে একসময় যথেষ্ট জনপ্রিয় ছিলেন অর্পিতা।