'গাঁটছড়া' থেকে বিদায় নিয়েছেন মূল চরিত্র খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায়। ফলে ট্র্যাক পরিবর্তন হয়েছে ধারাবাহিকের। আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। কারণ ধারাবাহিকের প্লট অনুযায়ী মৃত্যু হয়েছে খড়ির। যা একে বারেই না পসন্দ দর্শকদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দর্শকরা।
গাঁটছড়ার গল্প বদলেছে। ধারাবাহিকে দেখানো হচ্ছে নতুন প্রজন্মদের। আর সেই কারণেই মুনখারাপ দর্শকদের।কেউ লিখেছেন, খড়িকে ছাড়া গাঁটছড়া দেখবেন না। আবার কেউ কেউ ডাক দিয়েছে ধারাবাহিকটি বয়কটের। কিন্তু এখন প্রশ্ন হল, এর ফলে প্রভাব কি পড়বে টিআরপিতে?