সংগীত শিল্পী শান্তনু মৈত্রর কাজ, পরিচালনা বরাবর মুগ্ধ করেছে সকলকে৷ কিন্তু এবার বোঝা গেল তাঁর শিল্পের প্রতি এই নিরলস টান বাড়ি থেকেই পাওয়া। সম্প্রতি শান্তনুর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা। এবার আর নিজের গানের বা কাজের কোনও ভিডিয়ো নয়, শান্তনু শেয়ার করেছেন তাঁর মা মঞ্জু মৈত্রের নাচের একটি মুহুর্ত। মঞ্জু দেবীর বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই। কিন্তু তাঁর উদ্যম দেখে বোঝা দায়।
রবি ঠাকুরের কালজয়ী গান "ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে", এর সুরেই নাচতে দেখা গেল শান্তনুর মা'কে। সাদা শাড়ি, কন্ট্রাস্ট ব্লাউজে মাথায় ফুল, চোখে চশমা। সামনের চুলে ধরেছে পাক। এই ছিমছাম সাজেই আসর জমালেন সংগীত শিল্পীর মা।
আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী বৈশালী ঠক্কর, সুইসাইড নোটের সঙ্গে উদ্ধার ঝুলন্ত দেহ
ভিডিয়ো শেয়ার করে শিল্পী ফেসবুক ক্যাপশনে লিখেছেন, " রবীন্দ্র সংগীতে নাচছেন মা। মায়ের বয়স ৮০ এর দোরগোড়ায়, কিন্তু প্রতিদিন তিনি প্রমাণ করে চলেছেন বয়স কেবলমাত্র একটি সংখ্যা। আমার প্রার্থনা বয়স বাড়লেও তাঁর মন যেন নবীনই থাকে।" এই ভিডিয়ো শেয়ার করা মাত্রই নেটিজেনদের মন জিতে নিয়েছে।