রিলিজ করার পর থেকেই শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি 'জওয়ান' (Jawan) নিয়ে উন্মাদনা কার্যত আকাশছোঁয়া। বক্স অফিসে (Box office collection) একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে এই ছবি। তার মধ্যেই শুরু হল ছবির বিষয় নিয়ে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন ছবিটির বিষয়ের মিল রয়েছে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'থাই নাড়ু'-র সঙ্গে। ওই ছবিতেও পিতা-পুত্রের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন সত্যরাজ। যেখানে পিতাকে নির্দোষ প্রমাণ করতে 'যুদ্ধ'-তে নেমেছিল পুত্র। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে সত্যরাজের সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান।
আরও পড়ুন: দেশজুড়ে অব্যাহত 'জওয়ান'-জ্বর, হিন্দিতে ১০০ কেটির অঙ্ক পেরোল দ্বিতীয় দিনেই
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে উৎসাহ ছিল আকাশছোঁয়া। মুক্তি পর সেই উন্মাদনা যেন আরও বাড়ছে। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৯ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছিল ছবিটি। শুধু হিন্দিতে দেশে ব্যবসা করে ৬৫ কোটি টাকার। যা সর্বকালের সবথেকে বেশি প্রথমদিনে ব্যবসা করা হিন্দি ছবি। দ্বিতীয় দিনে ব্যবসা কিছুটা কমলেও, তা ৫০ কোটির বেশি অঙ্ক পেরিয়ে গিয়েছে। সব ভাষা মিলিয়ে দ্বিতীয় দিনে 'জওয়ান'-এর ব্যবসা ৫৩ কোটি টাকা।