শাহরুখ খান! নামটুকুই যথেষ্ট। সব জিতে নিয়েও যিনি মানুষের মন বারবার জেতার সুযোগ ছাড়েন না। সেরার সেরা হয়েও যার মনটা মাটির কাছাকাছিই থাকে। ‘জওয়ান’ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির পরিচালক অ্যাটলির মা আসতেই, তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন শাহরুখ। আর্শীবাদ হিসেবে চাইলেন জওয়ান ছবির সাফল্য। কিং খানকে এভাবে দেখে আপ্লুত আপামর দেশবাসী।
বলিউড সূত্রে খবর, সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। ছবি মুক্তির আগেই রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।
৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'জওয়ান', এই প্রথম মুক্তির দিন ভোর ৫ টায় কোনও প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি। তৈরি কলকাতার নিউটাউনের একটি মাল্টিপ্লেক্স।