জি বাংলায় সদ্য প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ইচ্ছেপুতুলের প্রোমো। আর তা দেখেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন কয়েক বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছেনদীর নকল করা হয়েছে।
ত্রিকোণ প্রেমের গল্প ইচ্ছেনদীতে দুই প্রধাণ মহিলা চরিত্র ছিল আওম্পর্কে বোম, অভিনয় করতেন শ্রীতমা, সোলাঙ্কি। তাঁদের দুজনেরই প্রেম একই মানুষের সঙ্গে, নায়কের ভূমিকায় বিক্রম। ইচ্ছেপুতুলের প্রোমো বলছে এও দুই বোনের গল্পই। একজনের নেগেটিভ রোল, পর্দায় এবার বোন হয়েছে শ্বেতা-তিতিক্ষা। তাঁদের মনের মানুষের চরিত্রে মৈনাক বন্দ্যোপাধ্যায়।
Soumitra Chatterjee Birthday: শুধু অপু বা ফেলুদাই নয়, চিরকালই সত্যজিতের ‘ব্লু আইড বয়’ ছিলেন সৌমিত্র
প্রোমো দেখে নেটিজেনদের বক্তব্য ধারাবাহিকের নাম, গল্প, চরিত্রদের সাজ পোশাক সবেতেই ইচ্ছেনদীর সঙ্গে হুবুহু মিল। তাহলে কি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে না জি বাংলার নতুন ধারাবাহিক? আগামী ৩০ জানুয়ারি থেকে সম্প্রচারিত হওয়ার কথা ইচ্ছে পুতুল-এর।