সবার জীবনের কিছু আলাদা আলাদা গল্প আছে, নায়িকা হয়ে গেলে একরকম গল্প, নায়িকা হওয়ার স্বপ্ন দেখা মেয়ের আরেক রকম, জুনিয়র আর্টিস্টদের আবার আরেকরকম। তাঁদের গল্প নিয়ে খুব শিগগির আসছে নতুন ধারাবাহিক- 'নায়িকা নম্বর ১'।
কালার্স বাংলায় আসছে নতুন ধারাবাহিক। সদ্য প্রকাশ্যে এসেছে প্রোমো।
Siddharth-Kiara Lovestory: সামনেই বিয়ে, সিদ্ধার্থ-কিয়ারার রূপকথার শুরুটা হল কেমন করে, রইল তারই হদিশ
সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতব্রতা দে। টলিপাড়ায় জুনিয়র আর্টিস্ট শীতলা শিকদারের চরিত্রে অভিনয় করবেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শীতলার স্বপ্ন সত্যি হয় কিনা সেটাই দেখার।
বিগত কয়েক বছর ধরে বাংলা ধারাবাহিকের আয়ু কমছে ক্রমশ। টিআরপি তালিকায় কয়েক সপ্তাহ সাপ লুডোর খেলা চললেই আচমকা শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিকের পথ চলা। শীতলার স্বপ্নটাও মাঝপথেই শেষ হবে, নাকি দর্শকের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠবেন নায়িকা, সেটাই দেখার।