এবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) এবং অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)। যে খবর সামনে আসার পর ফ্যানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
পরিচালক (Ratool Mukherjee)জানান, 'রাহুল (Rahul Dev Bose) খুব কাছের বন্ধু। অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করার কথা হচ্ছিল। এতদিন আমরা নিজেরা প্রস্তুত ছিলাম না। তাই এগোচ্ছিল না কথা। এবার আমরা তৈরি। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবে রাহুল।'
আরও পড়ুন: শিলিগুড়ির পর উত্তরবঙ্গ ফের তৃণমূলের, সুবজ ঝড়ে উড়ে গেল বিজেপি
এই ওয়েব সিরিজের (Web series) অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও জানা যায়নি। অনেকের সঙ্গেই কথা হয়েছে। তাঁদের ডেট পেলে সেই অনুযায়ী নাম প্রকাশ্যে আনা হবে বলে জানান রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। একটি পৌরাণিক চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই 'সাইকো থ্রিলার' (Psycho thriller)। হয়েছে। ছবির নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক (Ratool Mukherjee)। আগামী এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।