রিয়াল লাইফে তো বটেই, রিল লাইফেও ভীষণ ব্যস্ত বনি-কৌশানী। অন্তর্জাল মুক্তি পাচ্ছে ২৯ জুলাই। তার আগেই নতুন ছবির ঘোষণা। তবে এবার জোড়া চমক রয়েছে। ছবিতে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর পরিচালনায় আসছে নতুন ছবি 'শুভ বিজয়া' (Subha Bijoya)। বনি, কৌশানি, কৌশিক ও চূর্ণি ছাড়াও এই ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), দেবতনু (Devtanu) ও অমৃতা দে (Amrita Day)। 'কিছুক্ষণ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি.
Ranbir Kapoor: ন্যাপি বদলানো থেকে দুধ খাওয়ানো, এখন থেকেই শিখে রাখছেন হবু বাবা রণবীর কপুর
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতেও যে বনি-কৌশানী পাকাপাকি জায়গা করে ফেলছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।