বাংলা গোয়েন্দা ছবির বাজারে পাকাপাকি জায়গা করে ফেলেছে মিতিন মাসি। 'মিতিন মাসি', 'জঙ্গলে মিতিন মাসি'র পর তৃতীয় ছবির প্রস্তুতিও সারা। ছবির নাম, ' ‘একটি খুনির সন্ধানে মিতিন’। নাম ভূমিকায় কোয়েল তো থাকছেনই। পদ্মনাভ দাসগুপ্তের চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল।
সুচিত্রা ভট্টাচার্যর 'মেঘের পরে মেঘ' উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে 'মিতিন মাসি' ফ্রেঞ্চাইসির তৃতীয় ছবি। শুধু গোয়েন্দা গল্প নয়, সম্পর্কের গল্প বলবে নতুন ছবি। তবে এবার প্রযোজনা সংস্থাও বদলাচ্ছে। কোয়েলের স্বামী নিসপাল সিং-এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে আসতে চলেছে ‘একটি খুনির সন্ধানে মিতিন’।
Annwesha Hazra: গোঁফ-দাড়ি-পাঞ্জাবি-তিলকে সেজে নায়িকা! চিনতে পারছেন?
খুব শিগগির শুরু হচ্ছে ছবির শুটিং। জঙ্গলে মিতিন মাসির মতোই কোয়েলের পরের ছবির রিলিজ কি তাহলে চব্বিশের পুজোয়? আর কয়েক দিনের মধ্যেই হয়তো মিলবে উত্তর।