পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শহিদ কাপুর এবং অভিনেত্রী কৃতি শ্যানন। ইতিমধ্যেই তাঁদের ছবির একঝলক সামনে এসেছে। একে অপরের মুখোমুখি বাইকে বসে রয়েছেন তারা। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা ‘অ্যান ইমপসিবল লাভ স্টোরি’। যদিও কৃতি শহিদের ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবির এক ঝলক প্রকাশ্যে আসতেই কৌতুহল বেড়েছে দর্শকদের।
Sauraseni Maitra : নিখিল জৈনের সঙ্গে প্রেম করছেন সৌরসেনী ? মুখ খুললেন নায়িকা
সদ্যই সিনেমার শ্যুটিং শেষ করেছেন দুজনে। অমিত যোশি এবং আরাধনা সাহ পরিচালিত, ছবিটি ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পেতে পারে। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর ব্যানারে ছবির পোস্টারের একটুকরো তুলে ধরা হয়েছে, এই ছবির হাত ধরেই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন শহিদ-কৃতি।