'ইচ্ছে পুতুল' ধারাবাহিকের গল্পে নয়া মোড় । এবার নীলকে ফাঁদে ফেলতে নতুন চাল ময়ূরীর । এমনকী, ময়ূরীর জন্য গ্রেফতার হতে পারে নীল । তবে, এবার নীলকে বাঁচাতে ময়দানে নামবে মেঘ । নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, পুলিশ নিয়ে নীলের বাড়ি পৌঁছে গিয়েছে ময়ূরী । তাঁকে বলতে শোনা গেল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নীল তাঁর সুযোগ নিয়েছে । নীলকে গ্রেফতার করার কথাও বলে ময়ূরী । এরপরই এন্ট্রি নেয় মেঘ । নীলকে স্বামীর পরিচয় দেয় সে । কিন্তু এখন প্রশ্ন, নিজের দিদির হাত থেকে কি নীলকে বাঁচাতে পারবে মেঘ ? নাকি নতুন কোনও ঝড় উঠবে মেঘের জীবনে ? ২৭ থেকে ২৯ নভেম্বরের পর্বতেই তার উত্তর পাওয়া যাবে ।
ধারাবাহিক শুরুর প্রথম থেকে টিআরপি তালিকায় সেভাবে পা জমাতে পারেনি ইচ্ছে পুতুল । তবে, ধারাবাহিকের স্লট পরিবর্তন হওয়ার পর থেকেই টিআরপি বেড়েছে ধারাবাহিকের । বর্তমানে সন্ধে ৬টার স্লটে দেখা যায় ধারাবাহিক ।