'নিম ফুলের মধু' ধারাবাহিকে পর্ণা ও সৃজনের ডিভোর্স পর্ব মেটেনি এখনও । তবে, দু'জনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটতে শুরু করেছে । আবারও কাছাকাছি আসছে দু'জনে । এরই মধ্যে সামনে এল নতুন প্রোমো । যা দেখে বেজায় খুশি দর্শকও ।
তবে, ধারাবাহিকের নতুন প্রোমোতে শুধু দত্ত পরিবার নয়, দেখা গেল ফুলকি আর রোহিতকেও । ব্যাপারখানা কি ? আসলে, বিয়ের এক বছর পূর্ণ হয়েছে পর্ণা ও সৃজনের । তাই, দু'জনকে সারপ্রাইজ দিতে দত্ত বাড়িতেই ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে সৃজনের ঠাম্মি । আর তাঁকে সঙ্গ দিয়েছে ফুলকি ও রোহিত । নাচ-গান, হই-হুল্লোড় হবে জমিয়ে । প্রোমোর ঝলকেই তা দেখা গেল । সেইসঙ্গে আরও একটা বিষয় স্পষ্ট যে, খুব শীঘ্রই সব ভুল বোঝাবুঝি মিটবে দু'জনের মধ্যে ।
নিম ফুলের মধু-র টিআরপি প্রথম থেকেই ভাল । বরবার প্রথম পাঁচেই দেখা গিয়েছে পর্ণা ও সৃজনদের । আর চলতি সপ্তাহের টিআরপি-তে তো সেরার সেরা হয়েছে ধারাবাহিক । অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রীদের টেক্কা দিয়েছে দত্ত পরিবার ।