বড়দিনের কলকাতা, এমনিই সেজে আছে চারপাশ, এর মাঝে বিয়ে সেরে ফিরছেন নব দম্পতি সম্বিত চট্টোপাধ্যায়- চিত্রাঙ্গদা চক্রবর্তী। হুড খোলা গাড়িতে ফিরতে ফিরতে গানও গাইছেন নতুন বউ, সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে।
গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশ দিয়ে ফিরছিলেন নতুন বর-বউ। স্টেডিয়ামে তখন ফসিলস এর অনুষ্ঠান চলছে পুরোদমে, ব্যস্ত রাস্তার সব কোলাহল ছাপিয়ে ভেসে আসছে রূপম ইসলামের গলা। আর তাতেই গলা মেলাচ্ছেন লাল চেলিতে সাজা বউ। ভাইরাল হওয়ার মতোই ভিডিও বটে। সম্বিত নিজেই ভিডিওটি পোস্ট করেছেন।
Chanchal Chowdhury Father Dies: অভিনেতা চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ, গ্রামের বাড়ি পাবনায় হবে শেষকৃত্য
বৈদিক মতে বিয়ে করেছেন ঋতাভরীর দিদি, বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।