সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী (Sidharth-Kiara)। রাজস্থানের জয়সলমের এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পরে মুম্বইতে ফিরেছেন নব দম্পতি। মুম্বইয়ে ফিরতেই বলিপাড়ায় জনপ্রিয় যুগলকে কালিনা বিমানবন্দরে (Kalina airport) শুভেচ্ছা জানান সকলে।
কিয়ারার পরনে ছিল হলুদ সালয়ারের উপর ওড়না আর সিদ্ধার্থের পরেছিলেন সাদা কুর্তা এবং সাদা পাজামা। এয়ারপোর্টে নামার পরই দু'জনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এরপর তাঁদের পাল্টা শুভেচ্ছা জানিয়ে মিষ্টি (Sweets) বিতরণ করেন নবদম্পতি। সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন তাঁরা।
আরও পড়ুন- সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন মুম্বইতে, আমন্ত্রিতদের তালিকায় সিদ্ধার্থের প্রাক্তন?
জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইতে এলাহি রিসেপশনের আয়োজন করেছেন শেরশাহ জুটি। স্বাভাবিকভাবেই সেই রিসেপশনে বসবে চাঁদের হাট। সেই পার্টিতে উপস্থিত থাকবেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট, তাঁর স্বামী রণবীর কাপুর৷ এ ছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছেন সলমন খান, শাহিদ কাপুরের, মীরা রাজপুত কাপুরের মতো তারকারাও।