উৎসবের মরশুমে বলিউডের সেলেব তারকারা উদযাপনের নতুন ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন রোজ। নিক-প্রিয়াঙ্কাই (Nick Jonas Priyaka Chopra) বা বাকি থাকেন কেন? সুদূর লস এঞ্জেলসের বাড়িতে বসে বড়দিন উদযাপনের ছবি পোস্ট করলেন নিক জোনাস।
পেছনে ঝিকমিক করছে তারায় ভরা বিশাল ক্রিস্টমাস ট্রি (Christmas Tree)। নিকের কোলে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর গালে আলতো চুম্বন এঁকে দিচ্ছেন নিক। উদযাপনে সামিল তাঁদের তিন পোষ্য ডিয়ানা, জিনো এবং পান্ডা। সুখি পরিবারের নিখুঁত , নিটোল উদযাপনের ছবি যেমন হয় আর কী!