প্রেমের জল্পনা ছিলই। সৌরসেনীর জন্মদিনে নিখিল যেন সেই জল্পনায় শিলমোহর দিয়ে দিলেন। দু'জনের অন্তরঙ্গ ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।
গত এক দেড় বছর ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, নুসরত জাহানের প্রাক্তনের সঙ্গে সৌরসেনী মৈত্রর ঘনিষ্ঠতার কথা। নিখিলের শাড়ির বিপণিতে সৌরসেনীকে মডেল হিসেবে দেখা গিয়েছে একাধিকবার। তারপর নানা সময়ে নানা ইভেন্টে, ইডেনে একসঙ্গে খেলা দেখতেও দেখা গিয়েছে দু'জনকে।
Mohun Bagan Super Giant: আবেগে ভাসল যুবভারতী, 'জয়-বিরু' কামিন্স-সাদিকুকে ভালোবাসায় ভরাল মোহন জনতা
অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা সহ একটি ছবি পোস্ট করেছেন নিখিল, সে ছবি দেখে চোখ বন্ধ করেই বলা যায় , নিখিল আর সৌরসেনী শুধু বন্ধু বা পরিচিত নন, তার চেয়ে অনেকটা বেশিই।