জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Nim Phuler Madhu)। প্রথম থেকে টিআরপি (TRP) তালিকার উপর দিকে থাকলেও সম্প্রতি ধারাবাহিকের চিত্রনাট্য ঝড় তুলেছে দর্শকমহলে। দর্শকদের মতে, এই ধারাবাহিকটি অত্যন্ত কুরুচিকর এবং অশ্লীল। কারণ এই ধারাবাহিকে 'সতীমঙ্গল ব্রত' নামে একটি ব্রত দেখানো হয়েছে।
কী দেখানো হয়েছে সেখানে?
এই ব্রততে দেখানো হয়েছে, বিয়ের পরে নতুন বউয়ের প্রথম পিরিয়ড শুরু হলে এই ব্রতর আয়োজন করা হয়। যে ব্রতের মাধ্যমে নতুন বউয়ের ঋতুমতী হওয়ার খবর গোটা একান্নবর্তী পরিবারের সদস্য থেকে শুরু করে সারা পাড়ার লোক জানবে। পুরুত ডেকে পুজো করানো হবে। নিমন্ত্রণ করে লোকও খাওয়ানো হবে।
যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দর্শক মহলে। প্রশ্ন উঠছে, এমন নিম্নরুচির সতী মঙ্গল ব্রত কি আদৌ কোনও বাঙালি বাড়িতে হয়? এছাড়াও দর্শকদের অভিযোগ, সন্ধের প্রাইম টাইমে চলা একটি ধারাবাহিকে এমন একটি বিষয় তুলে ধরা আজকের দিনে অত্যন্তভাবেই নিম্নরুচির পরিচয়।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই চমক, বিয়ে সারলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা !
আরও অভিযোগ, বাস্তবে এমন কোনও ব্রত নেই। ফলে এই ব্রত কাল্পনিক তো বটেই, এছাড়াও এসবের মাধ্যমে একান্নবর্তী পরিবারের ধ্যান-ধারণাকে যেন সময়ের থেকে ক্রমেই পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এই সিরিয়ালে।