সদ্যই জি বাংলার পর্দায় শুরু হয়েছে 'নিম ফুলের মধু' ধারাবাহিক। শুরু থেকেই TRP তালিকাতেও বেশ উপরের দিকেই থাকছে অভিনেতা রুবেল দাস এবং পল্লবী শর্মা অভিনীত এই ধারাবাহিক। সৃজনকে বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তাঁর পায়ে শিকল দিতে প্রস্তুত শ্বশুর বাড়ির কিছু জন। তবে সেই ধ্যানধারণা বারংবার ভেঙেছে পর্ণা।
সম্প্রতি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে 'নিম ফুলের মধু'র। যেখানে দেখা যাচ্ছে, সৃজনদের বাড়িতে চলছে ব্রত পুজো। ঠাকুরমশাই, সৃজনকে একটি আঙটি দিয়ে বলেন, স্ত্রীয়ের শাড়ির কুচি বরাবর আঙটিটি ফেলতে হবে। যদি ডান পায়ে পড়ে ছেলে বাঁয়ে পড়লে মেয়ে৷ সকলে চাইছিল ছেলে হোক।
সেই আঙটি পর্ণার কুচি বরাবর গড়িয়ে দিলেও, তা মাটিতে পড়তে দেয়নি পর্ণা। সকলের সামনেই পর্ণা উত্তর দেয়, ব্রত পালন সন্তানের ভালোর জন্য। ছেলে বা মেয়ে জানার কী দরকার? পর্ণার এই প্রতিবাদে চোখ জুড়িয়েছে নেটিজেনদেরও।