ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির দফতরে হাজিরা দিতে হয়েছিল অভিনেত্রী নুসরত জাহান রুহিকে। এই মামলায় আদালতে অভিনেত্রীকে হাজিরা দিতে হবে কী না তার শুনানি হয়। সোমবার আবেদনের শুনানি হয় আলিপুর জজ কোর্টে। দুপক্ষের বক্তব্য শোনার পর, আপাতত নুসরাত জাহানকে হাজিরা দেওয়া নিয়ে আদালতের তরফে কোনও সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। পরবর্তী শুনানির দিন আগামী ২২ ডিসেম্বর, ততদিন অবধি সাময়িক স্বস্তি বসিরহাটের তৃণমূল সাংসদের।
Nusrat Jahan: ফ্ল্যাট কাণ্ডের তদন্তে ED-র তলব, আজ কি হাজিরা দেবেন নুসরত?
উল্লেখ্য, বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণা অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তাঁর অভিযোগ নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের থেকে টাকা তুলেছিলেন নুসরত ও তাঁর কোম্পানি। টাকা তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। পাল্টা দাবি করেছিলেন, অফিস থেকে যে টাকা লোন হিসাবে নিয়েছিলেন, তা সুদ সহ ফেরত দিয়েছেন.