উৎসব শুরু ফুটবল বিশ্বে। রোববার থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। সাজো সাজো রব গোটা বিশ্ব জুড়েই। ফুটবল বিশ্বকাপে অংশ নেয় না ভারত, কিন্তু তাদের পাওনা বলতে এবার একমাত্র নোরা ফাতেহি। বলিউডের ‘দিলবর গার্ল’ কখন কাতারে মঞ্চ মাতাবেন তার জন্যেই অপেক্ষারত সকলে। তবে কাতারে পৌঁছনোর আগে ঢাকায় গিয়েছিলেন নোরা।
আরও পড়ুন: 'কিছু বলার অবস্থায় নেই, মেয়ে সত্যিই ভাল নেই', কান্নায় ভেঙে পড়লেন ঐন্দ্রিলার মা
কিন্তু বাংলাদেশবাসীকে বেজায় হতাশ করেছেন নোরা। ঢাকায় গিয়ে মঞ্চে উঠেছিলেন নোরা। চারিদিকে দর্শকদের মধ্যে তখন প্রবল উন্মাদনা। চারিদিক থেকে ভেসে আসছে ‘নোরা নোরা’ বলে চিৎকার। কিন্তু তবুও নোরা কোমর দোলালেন না। বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন নোরা, কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে, দর্শকদের উদ্দেশ্যে ‘উড়ন্ত চুম্বন’ ছুঁড়ে মঞ্চ ছাড়েন দিলবর গার্ল। আর নিমেষে মন খারাপ হয়ে যায় দর্শকদের।
কেন এই ব্যবহার তাঁর, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। যদিও ঢাকায় ঢোকার আগে অসংখ্য বিতর্ক তৈরী হয়েছিল। নিষেধাজ্ঞা জারি হয়েছিল নোরার প্রবেশাধিকারের উপর। সেই অভিমান থেকেই কি এই কাণ্ড ঘটালেন বলিউডের ‘ডান্সিং কুইন?’ রয়েছে ধোঁয়াশা। তবে রবিবার কাতারের অনুষ্ঠানে নোরা ম্যাজিক দেখতে ইতিমধ্যেই প্রহর গুনতে শুরু করেছে গোটা বিশ্ব।