২০২২ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ট্র্যাক হায়্যা হায়্যা। ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো এবং আয়েশার পরিবেশিত ঐতিহ্যবাহী আরবি সঙ্গীতে পারফর্ম করেছিলেন নোরা ফতেহি। এর পর থেকেই নোরার ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার গুঞ্জন উঠেছিল। কিন্তু রবিবার রাতে কাতারে আনুষ্ঠানিক উদ্বোধন ম্যাচে বিটিএস-সহ অন্যান্যদের অংশ নিতে দেখা ভিড়ে কার্যত হারিয়ে গিয়েছিলেন নোরা।
এরপর থেকেই প্রশ্ন উঠেছিল। তবে, কি বিশ্বমানের শিল্পীদের সঙ্গে নোরার পারফর্ম করার খবর গুজব ছিল? না আসলে এই খবর একেবারেই গুজব নয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁকে দেখা না গেলেও আগামী ২৯ নভেম্বর দেখা যাবে তাঁকে। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে নয়। নোরা ডাক পেয়েছেন ফিফা ফ্যান ফেস্টিভ্যালেই পারফর্ম করার।
২৯ দিনের ফুটবল মহোৎসবে মেতে উঠেছে বিশ্ব। বিভিন্ন দেশর সংস্কৃতি, গান এবং জীবনধারাকে এক সুতোয় বেঁধেছে ফুটবল। যা নিয়ে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সবার জন্য উৎসবের মঞ্চ সাজানো হবে দোহার কেন্দ্রে বিদ্দা পার্কে। সেখানেই এশিয়া তথা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নোরা।