ইংরেজিতে একটি প্রবাদ আছে, বেটার লেট দ্যান নেভার। এ ক্ষেত্রে এমনটা বলাই চলে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল Miss Universe কর্তৃপক্ষ, এবার থেকে বিবাহিত মহিলারাও অংশ নিতে পারবেন ওই বিউটি পেজেন্টে। পাশাপাশি, বিশ্বসুন্দরীর খেতাব জেতার দৌড়ে অংশ নিতে পারবেন মায়েরাও। ২০২৩ সাল থেকে ওই নতুন নিয়ম লাগু হবে।
এর আগে ১৮ থেকে ২৮ বছরের অবিবাহিত মহিলারাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন। নতুন নিয়ম চালুর পাশাপাশি বয়সসীমা বাড়ানো হবে কিনা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এই বিউটি পেজেন্টের পরিবর্তিত নিয়ম সম্পর্কে বিশদ নিয়ম এখনও জানানো হয়নি। খুব শীঘ্রই নিয়মাবলি জানানো হবে বলে খবর।
Zomato Withdraws Advertisement : 'মহাকাল' বিতর্ক, ঋত্বিকের বিজ্ঞাপন কেন সরিয়ে দিল জোম্যাটো ?
প্রসঙ্গত, দীর্ঘ ২১ বছর পর ২০২১ হরনাজ সান্ধু, এক ভারতীয় মহিলার মাথায় উঠেছে মিস ইউনির্ভাসের মুকুট।