দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। সদ্য ‘আবার বিবাহ অভিযান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মুক্তির অপেক্ষায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কান্ডারি ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব, দ্য মেকিং অফ আ নেশন (Mujib- The Making of a Nation)।' এই ছবিতেই মুজিবকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরতকে। ছবিতে হাসিনার লুকের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
Neel - Sairity Banerjee: 'ঠিক যেন লভ স্টোরি', দীর্ঘ ৯ বছর পর ছোটপর্দায় ফিরছে সৈরিতি-নীলের জুটি
এই ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে বেজায় লাকি মনে করছেন নুসরত। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ। ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ট্রেলারের শুরুতেই ফুটে উঠেছে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। গোটা ট্রেলার জুড়ে দেখানো হয়েছে বঙ্গবন্ধু কীভাবে স্বাধীন বাংলাদেশের রূপকার হয়ে উঠলেন। এছাড়াও ট্রেলারে তুলে ধরা হয়েছে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবনও।