বিগত কয়েকদিন ধরেই চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। রবিবার অর্থাৎ আজ রয়েছে তাঁদের মঙ্গল উৎসব। অর্থাৎ রিসেপশন পার্টি। ওই অনুষ্ঠানেই পৌঁছলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। মূল অনুষ্ঠান মঞ্চের পাশে পাপারাজিদের সামনে পোজ দিলেন যুগলে।
অফ হোয়াইট রঙের লেহেঙ্গা, হাতে সোনার চূড় এবং গলায় নেকলেস, আর খোলা চুল। এইভাবেই ক্যামেরার সামনে ধরা দিলেন নুসরত। আর যশ পরেছিলেন ব্ল্যাক শুট।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছিল টলিপাড়ার জনপ্রিয় কাপল নুসরত জাহান এবং যশ দাসগুপ্তকে। মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের রিসেপশন নাইট আলো করলেন তাঁরা। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। টলিপাড়ার 'অপু' অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ও আমন্ত্রিত ছিলেন আম্বানিদের রিসেপশনে।
ওদিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে টলি তারকা রাইমা সেন। শনিবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। নিজের পোষ্যকে নিয়ে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে ধরাও দিয়েছিলেন।
অনন্ত রাধিকার বিয়েতে ফ্যাশন প্যারেড ইতিমধ্যে শুরু হয়েছে। চোখ ধাঁধানো পোশাকে হাজির হয়েছেন সবাই। তবে রাইমা আগেই জানিয়েছিলেন কোনও ডিজাইনার নয়, মায়ের শাড়িই পড়বেন তিনি।