এবার প্রযোজনাও করবেন যশরত জুটি। শনিবার এই সুখবর জানিয়ে তাঁদের প্রথম ছবি ‘মেন্টাল’এর ঘোষণা করেন নুসরত জাহান এবং যশ দাসগুপ্ত। এদিন লোগোও প্রকাশ করেছেন জুটিতে। রবিবার প্রকাশ্যে এল তাঁদের প্রথম ছবি ‘মেন্টাল’ এর এক ঝলক। ছবিতে নুসরত জাহান , সায়ন্তনী ঘোষের সঙ্গে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায় যশ দাশগুপ্তকে। ছবির পরিচালক বাবা যাদব।
Tapas Bapi Das Died: থেমে গেল ঘরে ফেরার গান, প্রয়াত মহীনের শেষ 'ঘোড়া' তাপস বাপি দাস
তাঁদের প্রযোজনা সংস্থার নাম ‘YD Films’, রবিবার ছবির ঝলক শেয়ার করে নুসরত লেখেন, ‘স্বভাবটা জেন্টল …দিল সে সেন্টিমেন্টাল... বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল’। ছবিতে কপ ইউনিভার্স গড়ে তোলা হবে. প্রযোজনা সংস্থার ঘোষণা করে নুসরত লিখেছিলেন, ‘বড় খবর সতর্কতা! আমরা আমাদের নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউস চালু করছি! আমাদের সাথে একটি অবিশ্বাস্য সিনেমাটিক যাত্রার জন্য প্রস্তুত হন।’