রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় একাধিক উল্লেখযোগ্য নামের সঙ্গে বাদ পড়েছে ২০১৯ সালের বসিরহাটের জয়ী সাংসদ নুসরত জাহানের নাম-ও। মিমি যেমন স্পষ্ট করেছিলেন তিনি আর রাজনীতিতে থাকতে চান না, কিন্তু ভোটের আগে রাজনীতিতে থাকা না থাকা নিয়ে নুসরতের মুখে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি।
প্রার্থী তালিকা ঘোষণার পরেই, নুসরতের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে দেখা গিয়েছে কোনও এক রেস্তোরাঁয় উদাস বসে নুসরত। সামনে সাজানো সারি সারি খাবার। কিন্তু, চমক নুসরতের ক্যাপশনে। তিনি লিখলেন, ‘‘ আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি।’’ প্রশ্ন উঠছে, ‘টক’ বলে কি দলকেই খোঁচা দিলেন নুসরত?
Ziauddin Mollah Arrested: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার, শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা
উল্লেখ্য, ৫ বছরের সাংসদ জীবনে একাধিক বার তাঁকে ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। এমনকি, এই মুহূর্তে রাজ্যরাজনীতির ‘হটস্পট’ সন্দেশখালি। সাংসদ হয়েও, একটিবার সেখানকার মানুষের পাশে সশরীরে গিয়ে দাঁড়াননি নুসরত। সাফাই দিতে গিয়েও, ১৪৪ ধারাকে ১৭৪ বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন নুসরত।